শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী এবং দুটি ইউনিয়নে নৌকার বিরোধীতা করায় বাগাট ও জাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগ থেকে ১৬ নেতাকর্মীকে সাময়িক বহিস্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামীলীগ।
এ প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু স্বাক্ষরিত এক পত্রে ওই নেতাকর্মীদের বহিস্কারের সুপারিশসহ জেলায় পাঠান গত শুক্রবার।
বহিস্কৃত নেতাকর্মীরা হলেন- বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউসুফ হোসেন মোল্যা। নৌকা প্রতীকের বিরোধিতা করায় বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুজ্জামান, প্রচার সম্পাদক মুজিবর রহমান শেখ, ক্রীড়া সম্পাদক সুজিত বসু, সদস্য জাহাঙ্গীর হোসেন বাবু এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু সরদার। জাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আক্তার হোসেন, মো. আলী আহম্মাদ, গৌতম বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, সিদ্বিশ্বর মজুমদার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আব্দুর রউফ মাতুব্বর, যুব ও ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য মো. সোহরাব হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি মো. শাখাওয়াত হোসেন, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. সুজাদুর রহমান। উপজেলা অওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু দল থেকে সাময়িক বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।