রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
সামাদ খান,মধুখালী প্রতিনিধি (ফরিদপুর) : ৬ ডিসেম্বর বুধবার ফরিদপুরের মধুখালীতে ঘরে আগুন লেগে পুড়ে ছাই।
৫ ডিসেম্বর মঙ্গলবার রাত অনুমান ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের পূর্বপাড়ার তাপস কুমার বিশ্বাসের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে তাপস কুমার বিশ্বাস স্বপরিবারে চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। গোলাপী রানী বিশ্বাস (৬৫) গৃহকর্মি হিসেবে বাড়ী দেখা শোনা করেন।
যখন ঘরে আগুন লাগে তখন তিনি বাড়ীতে ছিলেন না। স্থানীয় ও মধুখালী ফায়ার সার্ভিস কর্মিদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে ঘর পুড়ার বিষয়টি মধুখালী থানার এসআই প্রবির কুমার বিশ্বাস নিশ্চিত করেন।
১২ নভেম্বর ২০২৩খ্রিঃ রোববার রাতে আগুন লেগে ঘর পুড়ে যায় আবার ৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে আগুন লাগায় স্থানীয়দের ধারনা কেউ শত্রুতা বসত এ কান্ড করতে পারে।