সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছী গ্রামের এক যুবক অভিমান করে আত্মহত্যা করেছেন। মৃত ওই যুবকের নাম ডিসিস্ট অপূর্ব রায় (২৫)।
নিহতের পরিবার সূতে জানা যায়, সোমবার (৪ মার্চ) রাত আনুমানিক ১টায় পরিবারের অজান্তে বাড়ির পাশের মেহগনি গাছের সাথে দঁড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। ডিসিস্ট এর বাবা খুঁজা-খুঁজি করে না পেয়ে বাড়ির দক্ষিণ পাশে ছেলেকে ঝুলতে দেখে চিৎকার চেঁচামেচিতে লোকজনকে ডাকলে আশেপাশের লোকজন এসে ডিসিস্টের লাশ নিচে নামায়। ডিসিস্টের দু’চোখে সমস্যা ছিল। পারিবারিক মনোমালিন্যের জেরে এমন আত্মহত্যা করেছে বলে জানান নিহতের পিতা।
খবর পেয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমউদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতাহল প্রতিবেদন তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।