মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

মডেল ইউনিয়ন গড়তে নৌকা মার্কায় ভোট দিন—চেয়ারম্যান প্রার্থী মাকছুদুর রহমান

জামালপুর প্রতিনিধি:: চলমান উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ইউনিয়ন বাসীর নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থণা করেছেন জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাকছুদুর রহমান আনছারী।

তিনি শনিবার রাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ড আগুনের চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায় এই প্রার্থনা করেন।

তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি মহোদয় ২০০৮ সালে ভোটারদের প্রত্যক্ষ বিপুল ভোটে নির্বাচিত হয়ে উপজেলাকে শতভাগ বিদ্যুৎ দিয়ে অন্ধকার দূর করেছেন। চরাঞ্চল ও উপজেলা সদর সকল রাস্তা পাকা করে কাঁদা মুক্ত করেছেন। সন্ত্রাসমুক্ত শান্তির আবাস গড়ে তুলেছেন। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে হলে উন্নয়নের প্রতীক নৌকা মার্কার বিকল্প নেই।

তিনি আরও বলেন, ধর্ম প্রতিমন্ত্রীর সহযোগিতায় আমি চরাঞ্চলে উন্নয়ন উপহার দিয়েছে। জেএসসি, এসএসসি কেন্দ্র সহ, সমৃদ্ধি এনে দিয়েছি। এখন আপনাদের দেওয়ার পালা। আপনারা পুনরায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তবেই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ আঃ বারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল মেলেটারী, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আবুল হাসেম, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান শান্ত, সাধারণ সম্পাদক স্বাধীনসহ বিভিন্ন স্তরের নেতা ও কর্মী বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ইউনিয়নে নৌকার পক্ষে ব্যাপক গনজোয়ারের সৃষ্টি হয়েছে। মডেল ইউনিয়ন গড়তে সকলকেই নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com