বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বুধবার বেলা ১১টায় (২০ আগস্ট) উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার বিগবাজার (টেষ্টি ফুড ক্যাফে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল ও ভোলাহাট উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেষ্টি ক্যাফে আলোচনা সভায় মিলিত হয়।
ভোলাহাট উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য প্রভাষক মোঃ সফিকুল ইসলাম, ভোলাহাট উপজেলা শাখার সদস্য সচিব মোঃ আসাদুল হক।