সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চাচা-ভাতিজা। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন মিয়া (৬৬) নৌকা প্রতীক নিয়ে ও তার ভাতিজা মো. পলাশ (৩৮) মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, ভাঙ্গার আলগী ইউনিয়নে চেয়ারম্যান পদে সাত প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে ভোটের লড়াই চলছে চাচার নৌকা প্রতীক ও ভাতিজার মোটরসাইকেল প্রতীকের মধ্যে। এলাকায় তাদের নিয়ে চলছে নানা আলোচনাও।
এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী চাচা মো. গিয়াস উদ্দিন মিয়া বলেন, দলে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি এমন তিনজন প্রার্থী আমার নৌকা প্রতীকে সমর্থন দিয়েছেন। সেখানে আমার ভাতিজাই আমাকে ছাড় দেয়নি। যার কপালে জয় লেখা আছে সেই জয়ী হবে।
স্বতন্ত্র প্রার্থী ভাতিজা মো. পলাশ বলেন, ছোট হিসেবে চাচা আমাকে ছাড় দিতে পারতেন। সেটা তো তিনি দেননি। নির্বাচনে জনপ্রিয়তা প্রকাশ পাবে। চাচা নাকি আমি বেশি জনপ্রিয়।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা রিটার্নিং কর্মকর্তা দেবলা চক্রবর্তী বলেন, তাদের অভ্যন্তরীণ সম্পর্ক কী সেটা আমাদের কাছে বিষয় না। চাচা-ভাতিজার নির্বাচন করতে বাধা নেই। আমাদের কাছে সব প্রার্থীই সমান।