বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ফিরোজা খাতুন (৫০) মারা গেছেন।
শনিবার রাতে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন।
ফিরোজা খাতুন দৌলতপুর ইউনিয়নের গপিনাথপুর গ্রামের তোফান উদ্দিনের স্ত্রী। তিনি বক প্রতীক নিয়ে দৌলতপুর ইউনিয়নের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। রোববার তৃতীয় ধাপের অনুষ্ঠিত হবে।
স্বজন ও স্থানীয়রা জানান, নির্বাচনকে কেন্দ্র করে ফিরোজা খাতুন ব্যস্ত সময় পার করছিলেন। প্রতীক পাওয়ার পর থেকে দিন-রাত প্রচারণা চালাচ্ছিলেন। শনিবারও ভোট নিয়ে ব্যস্ত ছিলেন৷ বিকেলের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু তিনি বাড়িতে ফিরে যান। পরে রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফের হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার গোলাম আজম বলেন, ফিরোজা খাতুনের মৃত্যুতে সংরক্ষিত ওই পদে নির্বাচন অনুষ্ঠানে আইনত কোনো বাধা নেই। ইউপি নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে কোনো প্রার্থীর মৃত্যুর পর দুইয়ের অধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হলে ভোটে আইনত বাধা থাকে না। আরও তিনজন প্রার্থী থাকায় যথানিয়মে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন বলেন, ফিরোজা খাতুন হার্টের সমস্যায় ভুগছিলেন। বিকেলের দিকে অসুস্থতা নিয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।