মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: কিশোরগঞ্জের ভৈরবে সাদ পন্থীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে শহরের নিউ টাউন মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ১৮ ডিসেম্বর (বুধবার) মধ্যরাতে টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর হামলা চালিয়ে নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সর্বস্তরের তৌহিদা জনতা এই সমাবেশের ডাক দেন।
ভৈরব মারকাযের শূরা সদস্য হাজী মুহাম্মদ মুছা মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল উদ্দিন, কমলপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান কাসেমী, মারকাযের শূরা সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, হাজী মাক্কুল মোল্লা, শাহী মসজিদের মুফতি উমর ফারুক, কমলপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফিজুল্লাহ, ইমাম উলামা পরিষদ ভৈরবের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমীন ও খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেলসহ অনেকে।
এছাড়াও সাত ইউনিয়নসহ পৌর সভার ইমাম-খতিব, উলামায়ে কেরাম এবং তাবলীগের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।