মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

ভৈরবে কাভার্ডভ্যান চাপায় সিএনজির চালকসহ নিহত ৫

ভৈরবে কাভার্ডভ্যান চাপায় সিএনজির চালকসহ নিহত ৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: কিশোরগঞ্জের ভৈরবে জগন্নাথপুর ব্রিজ সংলগ্ন এলাকায় কার্ভারভ্যানের চাপায় সিএনজির চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিএনজিচালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি নরসিংদীর পিরিজকান্দিতে। বাকি তিনজন মহিলা। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নরসিংদীর নিলকুটি এলাকা থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশে যাচ্ছিল। এসময় সিএনজিটি যাচ্ছিল ভৈরবের দিকে। কাভার্ডভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হচ্ছিল, তখন সিএনজিটি ওভারটেক করেতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে। তখন সিএনজিটি দুই কাভার্ডভ্যানের মধ্যে ডুকে গিয়ে প্রথমে সামনের কাভার্ডভ্যানের ধাক্কা খায়। এরপর পেছন থাকা অপর কাভার্ডভ্যানটি সিএনজিটিকে চাপ দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ ও তিন নারীসহ পাঁচজন নিহত হন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, কাভার্ডভ্যানের চাপায় সিএনজির চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। কিন্তু দুই চালক পালিয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com