মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

ভৈরবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

ভৈরবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: কিশোরগঞ্জের ভৈরবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ ওঠেছে। উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর গ্রামের গোলাপ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় গতকাল বিকেলে শহরের দুর্জয় মোড়ের সৈয়দা আমেনা ভবনে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

এসময় ভুক্তভোগীরা তাজুল ইসলাম বলেন, জমির সীমানা নিয়ে তাঁদের সাথে একই গ্রামের মৃত হাসেন আলীর পুত্র গোলাপ মিয়া ও তার লোকজনের সঙ্গে বিরোধ চলছে। এর ফলে কেনা সম্পত্তির উপর বাড়ি ঘর নির্মাণ করে বসবাসের এক বছরের মাথায় গোলাপ মিয়া ও তার লোকজন তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের ম্যনেজ করে আমাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে উচ্ছেদ করে দেয়। পরে স্থানীয়ভাবে বিচার না পেয়ে আমি বাদী হয়ে ২০১৬ সালে ভৈরব সহকারী জজ আদালত (বাজিতপুর চৌকি) তে একটি মামলা দায়ের করি। মামলা নং ৭৯। ফলে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে গোলাপ মিয়া ও তার লোকজন ২০১৭ সালে উক্ত জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করে। এরপর থেকে আমরা নিরুপায় হয়ে আজ ৯ বছর যাবত ক্রয়কৃত জায়গায় দখল নিতে পারছি না। বর্তমানেও প্রতিপক্ষ গোলাপ মিয়া ও তার লোকজন আমাদের ক্রয়কৃত জমির ওপর পুনরায় ভবন নির্মাণ শুরু করেন।

অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও গোলাপ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়া জানান, আদালতের আদেশ অমান্য করে কাজ করার বিষয়টি তাঁর জানা নেই। তবে, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com