মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

ভৈরবে অটোরিক্সা গ্যারেজ ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: কিশোরগঞ্জের ভৈরবে মিরারচরে অটোরিক্সা গ্যারেজে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মিরারচর গ্রামে ক্ষতিগ্রস্ত গ্যারেজের সামনে এই মানববন্ধন করে তারা।

এ সময় গ্যারেজের মালিক কাজী রফিকুল ইসলাম বলেন, তার চাচা কাজী জহির মিয়ার কাছ থেকে ১০ বছরের চুক্তিতে তিনি জায়গা ভাড়া নিয়ে গ্যারেজ করেছেন। পরে জানতে পারেন ওইখানে তাদের ২ গন্ডা জমি রয়েছে। পরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাজী জহিরের পুত্র শামিমের সাথে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে শামিম লোকজন নিয়ে তার গ্যারেজে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এসময় ১০টি বিভাটেক, অটোরিক্সার চার্জার ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এতে তার প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও তার এক ভাগ্নে স্কুল শিক্ষার্থী সিয়াম ও তার বোনসহ ৩ জনকে মারধর করে আহত করে। বতর্মানে তারা চিকিৎসাধীন রয়েছে।

এ প্রসঙ্গে ভৈরব থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. শাহিন মিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com