মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

শরীয়তপুর প্রতিনিধি ।।
শরীয়তপুরে প্রথম ধাপে ভেদরগঞ্জ ও নড়িয়া দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে ২০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে এসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। যার মধ্যে ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন,ভাইস-চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।

ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জনের মধ্যে বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, সমাজ সেবক, ওয়াছেল কবির, সখিপুর থানা আওয়ামীলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইউনুছ সরকার মনোনয়ন পত্র জমা দিয়েছে।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জনের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, আজহারুল ইসলাম সিকদার, ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রাড়ী,সমাজ সেবক মোঃ আজহারুল ইসলাম গাজী, মোঃ ফয়সাল আহমেদ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান আকলিমা আক্তার,সভাপতি মহিলা আওয়ামিলীগ ভেদরগঞ্জ চিনু বেগম, আফসানা আহমেদ, মিসেস রোকসানা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

অন্যদিকে নড়িয়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক একেএম ইসমাইল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন বেপারী ও নড়িয়া সরকারী কলেজ এর সাবেক ভিপি মামুন সিকদার (ভিপি মোস্তফা)।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির উজ্জামান, ইউপি সদস্য আলমগীর ফকির।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবিয়া আক্তার ও উপজেলা যুব মহিলা লীগের সহ সভাপতি সুলতানা রাজিয়া।

জেলা নির্বাচন নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নান সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ২০ প্রার্থীর মনোনয়ন পত্র গৃহীত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com