বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

ভেদরগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৫০০ রোগী

শরীয়তপুরের ভেদরগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৫০০ রোগী শরীয়তপুরের ভেদরগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৫০০ রোগী

নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৫’শ জন মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

১৮ জানুয়ারি শনিবার উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সেনেরবাজারে সকাল ১০টা থেকে দিন ব্যাপী ফ্রি চক্ষু সেবা ও ছানি রোগী বাছাই করা হয়।

বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা সেবা পেয়ে হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে। যাদের বেশিরভাগই দারিদ্র ও নিম্ন আয়ের মানুষ। এছাড়া সেবা নিতে আসা মানুষজনের মধ্যে ষাটোর্ধ রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

দীর্ঘদিন ধরে ভালোভাবে চোখে দেখতে পারছিলেন না কার্তিকপুর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আলী মিয়া। দারিদ্রতার কারণে চোখের চিকিৎসাও করাতে পারছিলেন না তিনি। শনিবার বিনা খরচে সেবা পাওয়ার খবরে তিনি এই ক্যাম্পে এসেছেন।

বিঝারি গ্রামের আমেনা বেগম বলেন, চোখে ছানি পড়ছে। ডাক্তাররা বলছে, নড়িয়া চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করাবে। সব খরচ তাদের। আমি তাদের জন্য দোয়া করি।

ভোজেশ্বর গ্রামের ৬৫ বছর বয়সী বৃদ্ধ ফজলুল হক বলেন, চোখে মাংস বৃদ্ধির সমস্যার কারণে অপারেশন করা লাগবে বলে জানিয়েছে ডাক্তার। তারা আমাকে নড়িয়া নিয়ে চক্ষু অপারেশন করাবে এবং বাড়ি পৌছে দিবে। আমি অনেক খুশি। তাদের জন্য দোয়া করি।

এসময় হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা.মাজহারুল ইসলাম মিলন বলেন, প্রায় ৫’শ জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবাসহ ঔষধ ও চশমা প্রদান করা হয় এবং পরবর্তীতে বাছাইকৃত ছানী রোগীদের বিনামূল্যে অপারেশন করে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com