মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

ভেদরগঞ্জে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভেদরগঞ্জে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেদরগঞ্জে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: নাসির খান (শরীয়তপুর) থেকে॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়নপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি পল্টন মাঝীর সভাপতিত্বে ও ভেদরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল রাড়ী ও ভেদরগঞ্জ উপজেলা যুবদলের নেতা সায়েম খানের সঞ্চালনায় শনিবার ৭ সেপ্টেম্বর দুপুরে নারায়নপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে নারায়নপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হাশেম ঢালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্বী এম.এ কাইয়ূম চুন্নু মুন্সী, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মালেশিয়া শাখার সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান (রতন) তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বি.এম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম হোসাইন মাঝী, ভেদরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল ভূঁইয়া, ভেদরগঞ্জ পৌরসভা বিএনপি’র যুগ্ম সম্পাদক সেকান্দার তালুকদার, নারায়নপুর ইউনিয়ন বিএনপি‘র সাবেক সভাপতি মাহাবুবুর রহমান (হিরু) তালুকদার, ভেদরগঞ্জ পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজান তালুকদার, নারায়নপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বাবলু মাদবর, নারায়নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন সিকদার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ার পারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা ও সাম্প্রতিক বন্যা ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com