মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:: ভেদরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে “শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন করার একদফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২অক্টোবর) ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের নির্দেশনায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময়ে বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষক সমিতির বিভিন্ন দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস একজন কোমল হৃদয়ের মানুষ, আশা করি তিনি আমাদের এ দাবী অবিলম্বে পূরণ করবেন।
এই দাবীর যৌক্তিকতার প্রশ্নের জবাবে তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডে উন্নীত করা এখন সময়ের দাবী। এ দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, ৮ম শ্রেণী পাশ একজন সরকারী ড্রাইভার পান ১২তম গ্রেডে বেতন অথচ যেখানে স্নাতক পাস একজন প্রাথমিক শিক্ষক পান ১৩তম গ্রেডে বেতন। এমন বৈষম্যের অবসান চান আন্দোলনরত শিক্ষকবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধগণ।
মানববন্ধন শেষে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।