সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

ভেদরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান কর্ণার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার

ভেদরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান কর্ণার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সম্মান জানাতে হবে তাদের স্মৃতি সংরক্ষণের মাধ্যমে। তাই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। নিহত শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হবে। আহতদের জন্য তিনটি ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ভেদরগঞ্জ উপজেলা পরিষদ ভবনের নিচতলায় জুলাই গণঅভ্যুত্থান কর্ণার এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন আমরা নতুন দেশ গড়ার সুযোগ পেযেছি। সে সুযোগ কাজে লাগিয়ে আমরা আমাদের দেশ বদলাই, তাহলে পৃথিবী বদলাতে পারবো।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদ। এর আগে তিনি সরকারি দপ্তর পরিদর্শন, বিদ্যালয় ভবন পরিদর্শন, ইলিশ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় কম্বিং অপারেশন সরেজমিন পরিদর্শন করে।

এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জুলাই বিপ্লবে স্মৃতিকে স্মরনীয় করে রাখতে এ কর্নার স্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com