মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

ভেদরগঞ্জের দায়িত্ব নিচ্ছেন নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াছেল কবির

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি:: ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রধম ধাপে অনুষ্ঠিত ভেদরগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচিত নতুন চেয়াম্যান ওয়াছেল কবির গুলফাম আজ বৃহস্পতিবার (২৩ মে) তার দ্বায়িত্বভার গ্রহণ করবেন।

তার পূর্বোসরি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির তাকে অফিসিয়ার্লি দ্বায়িত্বভার হস্তান্তর করবেন। তবে তার ৬ষ্ঠ উপজেলা পরিষদের আনুষ্ঠাকি কর্মদিবস শুরু হবে ২৮ মে থেকে।

ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী মোঃ মিজানুর রহমান জানান, সোমবার ২০ মে নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াছেল কবির গুলফাম ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ গ্রহণ করেন। তাই সাবেক চেয়ারম্যান সাহেব দ্রুত দায়িত্ব হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেন। তাই আনুষ্ঠানিক সভার বাহিরেই অফিসিয়ার্লি এ দায়িত্ব হস্তান্তর হবে। এ সময় সাবেক ও বর্তমান চেয়ারম্যান দুজনই উপস্থিত থাকবেন বলে তিনি আমাদের নিশ্চিত করেছেন।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম, নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াছেল কবির গুলফাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার, পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আনোয়ার, ও উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উপজেলার সকল সকল দপ্তরের কমকর্তা সাথে মত মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com