বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি থেকে:: চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতামারায় হাঁছি মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে ভুজপুর থানাধীন দাঁতামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুখালী এলাকায় একটি বাড়ির সামনে রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাঁছি মিয়ার বাড়ি একই ইউনিয়নের নিচিন্তা গ্রামে।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আলম জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাতে হাঁছি মিয়া স্থানীয় একটি বাড়িতে দাওয়াতে যান এবং সেখানে রাত যাপন করেন। ভোরে দোকান খোলার উদ্দেশ্যে বের হওয়ার পথে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। নিহতের পরিবার থেকেও এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।