মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

ভুলতা ফ্লাইওভার এলাকা পরিদর্শন করলেন ডিআইজি আসাদুজ্জামান

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ প্রতিনিধি::

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকা পরিদর্শনে এ্যাডিশনাল ডিআইজি আসাদুজ্জামান।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভুলতা নির্মাণাধীন ফ্লাইওভার এলাকার রাস্তাঘাটসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন তিনি।

এসময় তিনি ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা পরিদর্শন শেষে বলেন, ঈদ যাত্রায় ঘর মুখো মানুষ ভুলতা গোলাকান্দাইল এলাকায় যাতে কোন ধরনের যানজটের কবলে না পড়ে সে দিকে আইন শৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি রাখতে হবে। “ঈদ যাত্রায় ঘর মুখো মানুষের ভুগান্তি এড়াতে যে কোন মুল্যে ভুলতা ফ্লাইওভার এলাকায় যানজট মুক্ত রাখতে হবে। কোন ক্রমেই যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকে সর্তক থাকার জন্য তিনি পুলিশকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে এ্যাডিশনাল ডিআইজির সাথে উপস্থিত ছিলেন এসপি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল (রূপগঞ্জ, আড়াইহাজার থানা) মোঃ আফসার উদ্দিন খাঁন, এসি ট্রাফিক মোঃ সালেহ আহমেদ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মোঃ শহিদুল আলম ও টিআই মোঃ রাফিকুল ইসলাম। ঈদ সময়কালে উক্ত এলাকায় যানজট নিরসনে কিভাবে ট্রাফিকের কর্মকান্ড পরিচালনা করা হবে সে বিষয়ে তিনি কর্তব্যরত টিআই রাফিকুল ইসলামের সাথে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com