সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

ভুলতায় মহাসড়কের ময়লার ভাগাড়, পরিস্কারে উপজেলা প্রশাসন

রূপগঞ্জ প্রতিনিধি::

ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ততম ভুলতা-গাউছিয়া এলাকায় ময়লার ভাগাড়ের শেষ নেই। এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। এই জনদুর্ভোগ লাগবে অবশেষে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশে এবং তাদের নিজস্ব তহবিল থেকে মহাসড়কের ময়লার ভাগাড় পরিস্কারের কাজ চলছে। উক্ত কাজে সার্বিক সহযোগিতা করছেন ভুলতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক রাকিব হাসান বাদল।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকার ফুটপাতে দীর্ঘদিন যাবৎ কাঁচা মাল ও ফলমূল অবাধে বিক্রির কারনেই মূলতঃ এই ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। আর এসব ময়লার ভাগাড় পরিস্কার করার যেন কেউ নেই। অথচ একাজের জন্য বিভিন্ন সংস্থা (স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে) থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে চলছে। এতে করে মহাসড়কের এসব এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারন করে। বিশেষ করে দিনের পর দিন এসব ময়লা পরে থাকায় তা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারীরা নাকে রুমাল ব্যবহার করেও শান্তিতে পথ চলতে পারছেনা। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন তার নিজস্ব তহবিল থেকে জনদুর্ভোগ লাগবে এগিয়ে এসেছে। এই কাজের উদ্যোক্তা হিসেবে রয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

এদিকে সরজমিনে ময়লার ভাগাড় পরিস্কারের কাজ দেখতে গিয়ে দেখা যায়, ভুলতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক রাকিব হাসান বাদল সার্বিক দায়িত্ব পালন করছেন। এব্যাপারে তিনি বলেন, উপজেলা প্রশাসনের নিজস্ব তহবিলের মাধ্যমে এখানকার ময়লার ভাগাড় পরিস্কার করা হচ্ছে। আর উপজেলা প্রশাসন এই দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষে আমাকে দায়িত্ব প্রদান করেছে। আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে জনদুর্ভোগ লাগব করার চেষ্টা করছি।

অন্যদিকে, দীর্ঘদিনের ময়লার ভাগাড় উপজেলা প্রশাসনের নিজস্ব তহবিলের মাধ্যমে পরিস্কারের উদ্যোগ নেয়ায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। এজন্য তারা রূপগঞ্জ উপজেলা প্রশাসনের ভূয়সি প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com