শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভুট্টা ক্ষেত হতে সাইফুল ইসলাম নামে এক যুবকের হাত পা বাধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাও ইউনিয়নের পদমপুর রামরায় পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে স্থানীয় কিছু নারী ভুট্রা ক্ষেতে ঘাস তোলার সময় সাইফুলের মরদেহ দেখতে পা্য়। মরদেহটির মুখে কাপড় পেচিয়ে হাতে পায়ে দড়ি দিয়ে বাধা। এসময় ওই নারীরা চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল তৈরী করে মরদেহটি থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানার উপ-পরির্দশক(এস আই) বদিউজ্জামান জানান, সাইফুল ইসলাম পার্শ্ববর্তী হরিপুর উপজেলার চৌরঙ্গী দামোল এলাকার নুরুল ইসলামের ছেলে। পারিবারিক বরাতে জানা যায়, নিহত সাইফুলকে গত কয়েকদিন থেকেই খোজাখুজি করা হয়েছে। সে গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, মরদেহটির ময়নাতদন্ত শেষে মুত্যুর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।