শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ফিফা বিশ^কাপে এবারের আয়োজক কাতার। ২০ নবেম্বর মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই টুর্নামেন্টটি। তাই নানা রংয়ে নানা ঢংয়ে সেজেছে কাতার। সেই দেশটিতে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান আরএফএল।
কাতার বিশ্বকাপে কাঁপছে সবাই, ভিশন কিনে কাতার যাই’- এই শিরোনামে মঙ্গলবার থেকে ক্যাম্পেইন শুরু করেছে প্রতিষ্ঠানটি। নির্দিষ্ট ভিশন পণ্য কিনে কাতারে ভ্রমণের সুযোগ পাবেন ২০০ জন ক্রেতা। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের এক হোটেলে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। অনুষ্ঠানে আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, ‘বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কেনার হিড়িক পড়ে।
অত্যাধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন, উন্নত মান ও সাশ্রয়ী দামের কারণে আমাদের দেশীয় ব্র্যান্ড ভিশন ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। তাই ক্রেতাদেরকে ভালো কিছু উপহার দেয়ার জন্য আমরা এই ক্যাম্পেইন চালু করেছি।’ এ সময় ভিশন ইলেকট্রনিকস এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, ভিশন ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, হেড অব মার্কেটিং রকিব আহমেদ ও ভিশন এম্পোরিয়ামের জিএম এসএম সালাউদ্দিন উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনটি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।