শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ!

বিনোদন ডেস্ক:: যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের হয়েছে হলিউড সুপারস্টার অভিনেতা ভিন ডিজেলের বিরুদ্ধে।

বিবিসি জানিয়েছে, ভিন ডিজেলের এক সাবেক নারী সহকারী আস্তা জোনাসন তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। ২০১০ সালে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার শুটিংয়ের সময়কালে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করেন ওই নারী।

আস্তা জোনাসন জানিয়েছেন, ভিন ডিজেলের কোম্পানি ওয়ান রেস ফিল্মস তাকে নিয়োগ দেয়। এরপর তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ‘ফাস্ট ফাইভ’। আর সিনেমাটির শুটিংয়ের সময় আটলান্টার একটি হোটেল রুমে ভিন ডিজেল তাকে যৌন নির্যাতন করেন।

অভিযোগকারী ঘটনার বর্ণনায় জানিয়েছেন, ২০১০ সালের সেপ্টেম্বরে ‘ফাস্ট ফাইভ’-এর শুটিংয়ের সময় আস্তার অ্যাসাইনমেন্ট পড়ে আটলান্টায়। সেখানে তিনি পাপারাজ্জিদের চোখ এড়িয়ে একটি হোটেল থেকে ভিন ডিজেলকে বের হতে সহায়তা করার দায়িত্বে ছিলেন। ওই সময় হোটেলরুমে ভিন ডিজেলের সঙ্গে ওই সহকারী একা ছিলেন। অভিনেতা সে সময় তাকে জোর করে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করেন।

আস্তা ভিন ডিজেলের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করলে অভিনেতা তার আক্রমণের মাত্রা বাড়িয়ে দেন বলে মামলায় বলা হয়েছে। এমনকি অভিনেতা ওই সহকারীর অন্তর্বাস টেনে নামানোরও চেষ্টা করেছিলেন সে সময়। মামলায় আরও বলা হয়েছে, ঘটনার সময় আস্তা জোনাসন চিৎকার করে একটি বাথরুমে লুকানোর চেষ্টা করেন। কিন্তু সেখানেও তার পিছু নেন ভিন ডিজেল এবং যৌন নিপীড়ন চালান।

এ ঘটনার পরদিন অভিনেতার বোন ও ‘ওয়ান রেস’ কোম্পানির নির্বাহী সামান্থা ভিনসেন্টের সঙ্গে যোগাযোগ করলে আস্তা জোনাসনকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানানো হয়। তাই ভিন ডিজেলের বোন এবং তার প্রযোজনা সংস্থার বিরুদ্ধেও মামলা করেছেন অভিনেতার ওই সাবেক সহকারী।

মামলায় বলা হয়েছে, ‘বার্তাটি পরিষ্কার ছিল। আস্তা জোনাসন যেন ভিন ডিজেলের যৌন নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে, এ জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল। তখন ভিন ডিজেলকে বাঁচানোর চেষ্টা করে এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। মামলায় ভিন ডিজেল, তার বোন ভিনসেন্ট এবং তাদের কোম্পানির বিরুদ্ধে অনির্দিষ্ট ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

যৌন নিপীড়ন ছাড়াও মামলায় লিঙ্গবৈষম্য, অবৈধ প্রতিশোধ, মানসিক যন্ত্রণা এবং অন্যায়ভাবে চাকরিচ্যুতের অভিযোগ আনা হয়েছে ভিন ডিজেলের বিরুদ্ধে।
এদিকে এই অভিযোগের বিরুদ্ধে ভিন ডিজেলের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে তার আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান বলেন, তার মক্কেল ‘এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।’

জোনাসনের একজন আইনজীবী বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমার মক্কেল ভিন ডিজেল এবং যারা এই যৌন নিপীড়নে সহায়তা, সমর্থন ও ধামাচাপা দিয়েছেন তাঁদের জঘন্য কাজের জন্য দায়ী করছেন।’

আইনজীবী ক্লেয়ার-লিস কুটলে আরও বলেন, ‘আশা করি আমার মক্কেলের এই এগিয়ে আসার সাহসী সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটাতে সাহায্য করবে এবং নিপীড়ন সহ্য করে বেঁচে থাকা মানুষদের ক্ষমতায়ন করবে।’

সূত্র : ভ্যানিটি ফেয়ার

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com