শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার:: জুন মাসে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে চমকে ভরা। কারণ এবারের আয়োজনে রয়েছে ভিন্নতা। এবারের বিশ্বকাপে অনেক নতুন কিছু দেখতে পাবেন ভক্তরা। এবারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিচ্ছে।
ভিন্ন এই বিশ্বকাপ নিয়ে কিছু নতুন নিয়ম ঘোষণা করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, এবারের বিশ্বকাপের বেশকিছু ম্যাচে রিজার্ভ ডে থাকবে। তবে কোন কোন ম্যাচে সেই রিজার্ভ ডে থাকবে এবং তার জন্য কী নিয়ম হবে সেগুলোকেও জানিয়েছে আইসিসি।
২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। একই সঙ্গে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। ৫ জুন ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে খেলা হবে। এরপর ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ক্রিকেট ভক্তদের জন্য সুখবর রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টি হলে পরের দিনই খেলা হবে। আসলে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে ঘোষণা করেছে আইসিসি।
ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনালে থাকবে রিজার্ভ ডে। অর্থাৎ এদিন বৃষ্টি বাধাগ্রস্ত হলে পরের দিন খেলা হবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার ব্যবস্থা থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টি-টোয়েন্টিতে আইসিসির আগের নিয়মে, বৃষ্টি বিঘ্নিত নক আউট পর্বের ম্যাচে ফল নির্ধারণে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ৫ ওভারের খেলা সম্পন্ন হওয়া লাগতো। কিন্তু নতুন নিয়মে নক আউট পর্বের ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল ও ফাইনালের দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ১০ ওভার খেলা হতে হবে। আর বৃষ্টির কারণে বিঘ্নিত গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বের খেলা সমপন্ন হবে আগের নিয়মেই।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন ২০টি দল সুযোগ পাবে সে বিষয়েও সভায় নেয়া হয়েছে সিদ্ধান্ত। যেখানে আয়োজক ভারত ও শ্রীলঙ্কাসহ ১২টি দল সরাসরি সুযোগ পাবে। ১২ দলের মধ্যে ২০২৪ বিশ্বকাপের সেরা ৮ দল আর বাকি দলগুলো সুযোগ পাবে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আইসিসির র্যাঙ্কিং বিচারে। অন্যদিকে বাকি ৮ দলকে বাছাইপর্বের মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে।