মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার আইপিএল খেলছেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। ৩ ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচেই ৩ উইকেট নিয়েছেন। এরপর উইকেট নিতে না পারলেও অসাধারণ বোলিং করেছেন। মুস্তাফিজের কাছ থেকে আরও ভালো কিছুর আশা করা হচ্ছে। মুস্তাফিজ তাই দিল্লি ক্যাপিটালসের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাক্ষাৎকারে বলেছেন, ‘ভালোর তো আসলে শেষ নেই।’
মুস্তাফিজ বলেছেন, ‘ভালোর তো আসলে শেষ নেই। সবসময় খেলতে নামলে আমি চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার। এখানে অনেকের সঙ্গে আমি কমবেশি খেলাধুলা করেছি। এক সঙ্গে না খেললেও প্রতিপক্ষ দলে ছিল এমন, কিংবা আইপিএলের শেষ মৌসুমে চেতন সাকারিয়া ছিল, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই বছর খেলেছি। সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা।’
বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান
অসাধারণ বোলিং করছেন মুস্তাফিজ। প্রশংসা কুড়াচ্ছেন। দলের কোচ, ক্রিকেটাররাও মুস্তাফিজের প্রশংসা করেছেন। মুস্তাফিজ এ নিয়ে জানান, ‘এটা শুধু আমার জন্য না প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক। ম্যাচ হারি আর জিতি, আপনি যদি ভালো পারফর্ম করেনৃ। ড্রেসিংরুমে সবার সামনে ভালো ভালো কথা বা যে যেদিন ভালো করছে সেদিন তার সম্মানটা বাড়ছে। তাকে সামনে নিয়ে আসা, এটা আমার মনে হয় খুবই ভালো।’
‘আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি যেন আরো ভালো খেলা উপহার দিতে পারি। আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকুন। আরো ভালো খেলা যেন আমরা উপহার দিতে পারি। আমরা দুইটা জিতেছি এবং দুইটা হেরেছি। আমাদের ভারসাম্য দল, খুবই ভালো। ব্যাটিং বলেন আর বোলিং বলেন, ভালো খেলোয়াড় আমাদের দলে আছে। আমাদের খুব একটা ভারসম্যপূর্ণ দল।’