রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ পিতা-পুত্রকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শনিবার (২ আগস্ট) উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো আউলিয়ারচালার মৃত আছান আলীর পুত্র মোঃ করিম মিয়া (৫৫) এবং তার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৪)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে পিতা-পুত্রকে আটক করে। এ সময় করিম মিয়ার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে করিম মিয়া ও তার ছেলেকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে ধারাবাহিকভাবে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।