বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা ভালুকা সরকারি কলেজ মাঠে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের ইতিহাস বেইমানী ইতিহাস। এদেশের মানুষ শান্তি কামি মানুষ যখনি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে প্রতিবারই তারা বিরোধীতা করেছে। আমরা যখন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছি তখন তারা মুক্তিযুদ্ধে বিরোধীতা করেছে। তাই আমাদের তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে। আমাদের প্রিয় নেতা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। কারন একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি তাই যে কোন মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে দিতে হবে।
সমাবেশ শেষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর নেতৃত্বে প্রায় এক কিলোমিটার দীর্ঘ র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব শহিদুল ইসলাম, মজিবুর রহমান মজু, সাখাওয়াত হোসেন পাঠান, পৌর যুগ আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রউফ, আলমগীর হোসেন, মাসুদ পারভেজ চান মিয়া, আঃ রহিম, আবু সাঈদ জুয়েল, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, যুবদল নেতা মতিউর রহমান মিল্টন, তাজমুল হক মন্ডল, শামীম আহমেদ, শ্রমিকনেতা সৌমিক হাসান সোহাগ, শাহ মোঃ সুজন, স্বেচাসেবক নেতা কায়সার আহমেদ কাজল, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, শরীফ হাসান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।