রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কার্যক্রম।
সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনুর খান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. ওয়াহেদের পক্ষে জাতির জনকের মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী ও ইফতেখার আহাম্মেদ সুজন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনুর খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ প্রমূখ। পরে অতিথিগণ শিশু দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় স্কুলের শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, প্রসাশনের নানা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ভালুকা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সারাদিন ব্যাপী দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, এতিমখানা, হাসপাতাল, থানার হাজতখানায় বিশেষ খাবার বিতরণ সহ নানা ধরনের অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন।