সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

ভালুকায় পৃথক দুই ঘটনায় দুইজনের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় পৃথক দুই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনা দুটি ঘটেছে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের রামপুর ও উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের চেচুয়া বাজার এলাকায়।

প্রথম ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টা দিকে।

জানা যায়, ভালুকা উপজেলার মেদুয়ারি ইউনিয়নের রামপুর গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে মিন্টু মিয়া (৩০) নেশাগ্রস্ত অবস্থায় রামপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অফিসের সামনে গিয়ে দরজা-জানালা ভাঙচুর শুরু করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নাইটগার্ড তপন মিয়া বাধা দিলে তিনি আরও উত্তেজিত হয়ে উঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মাদ্রাসার জমিদাতা ও তপন মিয়ার বড় ভাই মোকসেদুর রহমান (৪০)। সেখানে মিন্টু মিয়ার সঙ্গে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মিন্টু ধাক্কা দিলে মোকসেদুর মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের সদস্যরা দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, একইদিন সকাল ৯টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের চেচুয়া বাজারে স্থানীয় মুদি দোকানদার আশিক মির্জা (২৬) নিজ দোকানে বিদ্যুতের সংযোগের কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ও তার বাবা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই এলাকার তাজউদ্দীন মির্জার ছেলে। মরদেহ বিনা ময়নাতদন্তে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, নিহত মোকসেদুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আশিক মির্জার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com