শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

ভালুকায় নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ, বাদীকে প্রাণনাশের হুমকি

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণ ও বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। বিবাদীরা কয়েকদিন ধরে জমিতে নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। শান্তিপূর্ণ ভোগ দখলে থাকা দোকান ঘরসহ বাদীকে স্থানীয় প্রভাবশালী নেতা মিলন অদৃশ্য ক্ষমতা বলে উচ্ছেদ করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী মোছাঃ ছাহেরা খাতুন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়ন বাটাজোর মুচিরা মৌজাস্থ বিআরএস ১০৬০ খতিয়ান এর ১১১২৭ নং দাগে ২৫ শতক জমি নিয়ে মোছাঃ ছাহেরা খাতুন ও রিমা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যা শেষ পর্যন্ত আদালতে গড়ায়। বিরোধপূর্ণ ভূমিতে আদালত নতুন করে কাজের উপর নিষেধাজ্ঞা দেন।

অভিযোগকারী মোছাঃ ছাহেরা খাতুন বলেন, বিজ্ঞ আদালত উল্লেখিত ভূমিতে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও প্রতিপক্ষরা জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রভাবশালী নেতা মিলনের শক্তিতে তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের বিরুদ্ধে কোন কিছুই করতে পাচ্ছিনা, কোন কিছু বলতে গেলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেন তাই আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

প্রতিপক্ষ রিমা আক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও রিমা আক্তারের স্বামী আবদুল খালেক রিমা আক্তারের সাথে কথা বলতে দেয়নি, ফলে প্রতিপক্ষ রিমা আক্তারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে মিলন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বাদী অর্থাৎ তার ফুফু মোছাঃ ছাহেরা খাতুন গত ত্রিশ বছর যাবৎ বিরোধপূর্ণ ওই জায়গাটি বেআইনিভাবে দখল করে রেখেছে। আদালত থেকে যেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার জবাব দেওয়া হবে। বিষয়টি যেহেতু আইন-আদালতে গড়িয়েছে সেহেতু সেভাবেই মোকাবেলা করা হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, জমি সংক্রান্ত বিষয়ে মোছাঃ ছাহেরা খাতুনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com