শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

ভালুকায় ক্ষতিকর মুরগির লিটার বন্ধের দাবিতে মানববন্ধন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় মাছ চাষে পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মরা মুরগির নাড়িভূঁড়ি ও মুরগির লিটার ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, খন্দকার মওদুদ আহমেদ আপেল, রুহুল আমিন, মাহমুদুল হাসান বাবু, কামরুজ্জামান তুহিন, আজহারুল ইসলাম সাগর, গোলাপ হোসেন সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা, মাছের খাদ্য হিসেবে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর মরা-পঁচা মুরগি, মরা মুরগির নাড়িভুড়ি ও মুরগির লিটারের ব্যবহার বন্ধের জোর দাবি জানান। এই সময় তারা মুরগির লিটার ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। আগামী ১৫দিনের মধ্যে মুরগির লিটার বন্ধ না হলে উপজেলা পরিষদ ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেবেন বলেও হুশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com