সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:২০ অপরাহ্ন

ভালুকায় কর্তৃপক্ষের অবহেলায় কারখানা শ্রমিকের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ॥
ময়মনসিংহের ভালুকায় লাভেলো আইসক্রিম ফ্যাক্টরিতে মো. লিটন মিয়া (৪৬) নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত লিটন মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাবরাখালী এলাকার মৃত শাহ মোহাম্মদ শাহের ছেলে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার মেহেরাবাড়ী এলাকার লাভেলো আইসক্রিম পিএলসি কারখানায় ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায় লিটন মিয়া কাজ করার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তার এক সহকর্মী প্রথমে কারখানার পাশের এক ফার্মেসীতে নিয়ে যায় প্রেসার বেশী থাকায় ফার্মেসী কর্তৃপক্ষ তাকে হাসপাতালে পাঠানোর কথা বলেন।পরে তার সহকর্মীরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন ।

এ ঘটনা কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোন বক্তব্য দিতে রাজি হননি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com