বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

ভালুকায় কবি’দের আড্ডায় কবিতা পাঠ ও ইফতার পার্টি

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।।
ময়মনসিংহের ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (০৫ এপ্রিল) বিকেল থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের শালগজারী বেষ্টিত সবুজের অভয়ারণ্যে ভালুকা সাহিত্য সংসদ, যায়যায়দিন ফেন্ডস ফোরাম ও আমার বাংলা সাহিত্য পত্রের উদ্যোগে স্থানীয় কবি-সংগঠক, সাংবাদিক ও সাংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে কবি’দের আড্ডায় সভাপতিত্ব করেনসংগঠনের সহ সভাপতি কবি-সাংবাদিক আবুল বাশার শেখ।

সংগঠনের সাধারণ সম্পাদক সফিউল্লাহ আনসারী’র সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি-সম্পাদক অধ্যাপক সাব্বির রেজা, ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, কবি-মুক্তিযুদ্ধ গবেষক ড.সেলিনা রশিদ, আবৃত্তিকার– সংগঠক আফতাব আহমেদ মাহবুব। কবিতা পাঠে অংশ নেন কবি রুমানা শিকদার, কবি-গীতিকার চাষা জহির, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, প্রভাষক রফিকুল ইসলাম লিটন,

কবি-ঔপন্যাসিক এরশাদ আহমেদ, কবি-গীতিকার-কন্ঠশিল্পী মিজানুর রহমান, ছড়াকার মোহাম্মদ জালাল উদ্দীন, কবি মমিন মিয়া, জাকির আহমেদ রোকন, কবি মোঃ শহিদুল্লাহ মিয়া, সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ, হুমায়ুন কবির, আল আমিন, মমিনুল ইসলাম মোল্লা, তোফাজ্জল হোসেন, রাজু সরকার, আব্দুল্লাহ আনছারী আকরাম, মোবাইল ব্যাংকিং এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ আলম, সম্পাদক মাহমুদুল হাসান ফারুক মৃধা, শ্রমিকলীগ নেতা মনিরুজ্জামান সুমন, যুবলীগ নেতা মোঃ আলী হোসাইন সূজন, সোহেল রানা, আব্দুল্লাহ, খালিদ জামিল কাব্য, হিমেল আহমেদ, আব্দুল্লাহ্ আল আলিফ, সুরঞ্জনা, ছন্দা, আরিয়ান, সাদিক, পলাশ, সাগর, আশিক, জেনিথ, ইমন খান, পারভেজ, রিয়াজ, নাবিল প্রমূখ।

অনুষ্ঠানে দ্বীতিয় পর্বে ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরষ্কার’ প্রাপ্ত কবি সেলিনা রশিদকে সংবর্ধনা দেওয়া হয়। ইফতারে মোনাজাত করেন আল কোরআন ফাউন্ডেশনের পরিচালক হাবিব জীহাদী। অনুষ্ঠান শেষে যায়যায়দিন ফেন্ডস ফোরাম ভালুকা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com