সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার ভালুকা মডেল থানার মাধ্যমে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এস আই (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার রানা এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি এর সামনে ময়মনসিংহ-ঢাকা গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গা হতে বুধবার (১৩মার্চ) রাত ৮টার সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী উপজেলার রাজৈ উড়াহাটি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।