বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে থামল সফররত ভারত। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে সবকটি উইকেট হারিয়ে ৪০৪ রানে অলআউট হলো লোকেশ রাহুল বাহিনী। ফলে কিছুক্ষণের মধ্যেই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামছে স্বাগতিক বাংলাদেশ।
দ্বিতীয় দিনে অশ্বিনকে নিয়ে ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত ব্যাটার শ্রেয়াস আয়ার। প্রথম দিন শেষে ৮২ রানে অপরাজিত থাকা আয়ারকে নিজের স্কোরবোর্ডে যোগ করতে পেরেছেন মাত্র ৪ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম ঘণ্টাতেই তাকে সাজঘরের পথ দেখান ইবাদত হোসেন।
আয়ার ফিরে গেলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট হতে হয়নি সফরকারীদের। অষ্টম উইকেটে কুলদ্বীপ যাদবকে সঙ্গে নিয়ে দুর্দান্ত খেলে যান রবিচন্দ্রন অশ্বিন। এ সময় দুজন মিলে গড়েন ৯২ রানের জুটি। তাতেই দলীয় স্কোর চারশর ঘর পেরিয়ে যায়। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫৮ রানে থেমেছেন অশ্বিন। কুলদ্বীপ আউট হন ৪০ রানে। এদিকে ৪ রানে সিরাজ সাজঘরে ফেরেন।