বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

ভারত থেকে ফেরা ৪ বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি

সিলেট প্রতিনিধিঃ ভারত থেকে ফেরা ছয় বাংলাদেশিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (০৪ মে) বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসা নিতে ভারত যাওয়া এই ছয়জন সোমবার (০৩ মে) বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তাদের ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। সেখানে করোনার যে রূপ পাওয়া গেছে, সেটি বহুগুণ বেশি সংক্রামক।

হাসপাতালের উপপরিচালক জানান, তারা হাসপাতালে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকছেন। দু-একদিনের মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর তাদের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, সিলেটের ছয়টি স্থলবন্দরে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুসারে এসব বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশকারীদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com