শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

ভারত ও বাংলাদেশ ॥ বিরাট-সাকিবের বিতর্ক থেকে আলিঙ্গন! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ভারতের বিরাট কোহলি ও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের মধ্যে নো বল নিয়ে কথা কাটাকাটি হয়। আর তার পরিণতি হয় আলিঙ্গনে। অ্যাডিলেডে এই ঘটনা আলাদা করে নজর কেড়ে নেয়। অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে। সৌজন্যে কেএল রাহুলের ৩২ বলে ৫০ ও বিরাট কোহলির ৪৪ বলে অপরাজিত ৬৪। বিরাট চলতি ইভেন্টে তৃতীয় অর্ধ-শতরান করেই শিরোনামে আসেননি, এদিন পদ্মাপাড়ের ক্রিকেটীয় দেশের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে নো-বল নিয়ে বিতর্ক বাঁধে। সেই কথা কাটাকাটি শেষ পর্যন্ত আলিঙ্গনে রূপান্তরিত হয়। এই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এদিন ভারতের ইনিংসের ১৬ নম্বর ওভারে হাসান মেহমুদের ফুলটস কোহলি ব্যাটের মাঝখান দিয়েই খেলেন। সিঙ্গল নেওয়ার সঙ্গেই কোহলি আম্পায়ার কে জানিয়ে দেন যে, এটি নো-বল। কোহলির যুক্তি ছিল যে, বলের উচ্চতা ছিল কাঁধের ওপরেই। আম্পায়ার সঙ্গে সঙ্গে নো-বল দেন। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয় কোহলি-সাকিবের। কিন্তু শেষে একে-অপরকে জড়েিয় ধরেন। যে ঘটনা দেখে আম্পায়ারও হেসে ফেলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com