মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

ভারতে ইলিশ রফতানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রফতানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানের অনুকূলে এক হাজার দুই শ’ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৬ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত রফতানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

ইলিশ মাছ রফতানির ক্ষেত্রে সরকার কিছু শর্ত আরোপ করেছে। এসব শর্তাবলীর মধ্যে রয়েছে-

১) রফতানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে।

২) এই অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

৩) প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ন্যূনতম ১২ দশমিক পাঁচ মার্কিন ডলার হতে হবে।

৪) শুল্ক কর্তৃপক্ষ রফতানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।

৫) পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ হতে প্রকৃত রফতানির পরিমাণ সংক্রান্ত সকল তথ্য প্রমাণ দাখিল করতে হবে।

৬) অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রফতানি করা যাবে না।

৭) প্রতিটি পণ্যচালান রফতানিকালে শুল্ক কর্তৃপক্ষ অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটা (এসাইকোডা) ওয়ার্ল্ড সিস্টেম পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রফতানি না করার বিষয়টি নিশ্চিত হবেন।

৮) এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রফতানিকারক কোনোক্রমেই নিজে রফতানি না করে সাব কন্ট্রাক্ট দিতে পারবেন না।

৯) সরকার প্রয়োজনে যেকোনো সময় রফতানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

সূত্র : বাসস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com