মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক:: ভারতের কাছে ১১০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে নিগার সুলতানার দল ৪০.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় তারা।

খেলতে নেমে ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের মেয়েরা। পরে সালমা-লতার জুটিতে বিপর্যয় কিছুটা কাটিয়ে ওঠার আভাস দিলেও শেষ পর্যন্ত আর লড়াই করতে পারেনি তারা। সর্বোচ্চ ৩২ রান আসে সালমার ব্যাট থেকে। এছাড়া লতা মণ্ডল ২৪, মুরশিদা খাতুন ১৯ ও রিতু মনি করেন ১৬ রান। জাহানারা আলম ১১ রানে অপরাজিত ছিলেন।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্নেহ রানা ২টি করে উইকেট নেন ঝুলন গোস্বামী ও পূজা ভস্ত্রকার।

বড় হারের পথে বাংলাদেশ

বড় হারের পথে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭.১ ওভারে ৯ উইকেটে হারিয়ে ১০৫ রান। লক্ষ্য ২৩০।

১৮ ওভার না যেতেই ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন সালমা খাতুন-লতা মন্ডল। সালমা-লতার ব্যাটে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টায় ছিল বাংলাদেশ। কিন্তু দারুণ খেলতে থাকা সালমা খাতুনের আউটে ছন্দপতন ঘটে। তিনি ৩৫ বলে ৩২ রান করেন। দুজনের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠার আভাস দেখা যায়। সালমার আউটে এই জুটি ভাঙে ৪০ রানে। এরপর ২৪ রানে লতাও ফেরেন সাজঘরে। নতুন ব্যাটসম্যান ফাহিমা খাতুন ফেরেন মাত্র ১ রানে। নাহিদা এসে রানের খাতাই খুলতে পারেননি।

সালমার আউটে আরও বিপদে বাংলাদেশ

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ৬ উইকেটে হারিয়ে ৭৬ রান। লতা মণ্ডলের সঙ্গে ক্রিজে আছেন রিতু মনি।

সালমা-লতার ব্যাটে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টায় ছিল বাংলাদেশ। কিন্তু দারুণ খেলতে থাকা সালমা খাতুনের আউটে ছন্দপতন ঘটে। তিনি ৩৫ বলে ৩২ রান করেন।

১৮ ওভার না যেতেই ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন সালমা খাতুন-লতা মন্ডল। দুজনের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠার আভাস দেখা যায়। সালমার আউটে এই জুটি ভাঙে ৪০ রানে। বিপদ বাড়ে বাংলাদেশের।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

ভারতের বিপক্ষে হতাশাজনক বাংলাদেশের ব্যাটিং। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে তারা। লক্ষ্য ২৩০ রানের।

১৫ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর ওপেনার মুর্শিদা খাতুনের সঙ্গে জুটি গড়েন নিগার সুলতানা। দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি অধিনায়ক। স্নেহ রানার বলে হারমানপ্রীত কৌরের ক্যাচ হন ৩ রান করে। ২৮ রানে বিদায় নেন নিগার। আর ৭ রান যোগ হতে আরো দুই ব্যাটসম্যান প্যাভিলিয়নে। মুর্শিদা (১৯) পুনম যাদবের বলে কৌরকে ক্যাচ দেন। রুমানা আহমেদ মাত্র ২ রান করে বিদায় নেন।

মুর্শিদার ব্যাটে প্রথম ছয়, বাংলাদেশের বাজে শুরু

ইনিংসের পঞ্চম ওভারে ঝুলন গোস্বামীর আউট সাইড অফের বলে জায়গা তৈরি করে কাভারে উড়িয়ে দারুণ ছয় হাঁকালেন মুর্শিদা খাতুন। এটি নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ছয়।

তবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। বাংলাদেশ ১৫ রানে হারায় ২ উইকেট। ষষ্ঠ ওভারের প্রথম বলে শারমীন আখতার ফেরেন ৫ রান করে। সেই ধাক্কা সামলে না উঠতেই এলবিডব্লিউ হয়ে ফেরেন ফারজানা হক। ১১ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটসম্যান।

১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২১ রানে ২ উইকেট। ক্রিজে আছেন নিগার সুলতানা ও মুর্শিদা খাতুন।

মেয়েদের ২৩০ রানের লক্ষ্য দিলো ভারত

টস জিতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান করে ভারত। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৩০ রান।

ভারতের শুরুটা উড়ন্ত হলেও মাঝে চেপে ধরে বাংলাদেশ। সর্বোচ্চ ৫০ রান করেন যষ্টিকা ভাটিয়া। ৪২ রান আসে শেফালি ভার্মার ব্যাট থেকে। এ ছাড়া স্মৃতি মান্দানা ৩০, রিচা ঘোষ ২৬ ও স্নেহ রানা ২৭ রান করেন। পূজা ভস্ত্রকার ৩০ ও ঝুলন গোস্বামী ২ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিতু মনি। এ ছাড়া নাহিদা আক্তার ২ ও জাহানারা আল, নেন ১টি উইকেট।

ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ভারত

হারমনপ্রীতের রানআউটের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮।

যষ্টিকা-রিচার ব্যাটে দলটি ৩৫.২ ওভারে দলীয় দেড়শ রান পূর্ণ করে। ইতিমধ্যে দুজনের জুটি পঞ্চাশ ছাড়িয়ে গেছে।

ভারতকে চাপে রেখেছে বাংলাদেশের মেয়েরা

নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ভারতকে চাপে রেখেছে বাংলদেশের মেয়েরা। যষ্টিকার সঙ্গে এখন ক্রিজে আছেন রিচা ঘোষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান।

টস জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে ভারত। ১৪ ওভার না যেতেই দলটি তুলে ফেলে ৭২ রান। ১৫তম ওভারের শেষ বলে স্মৃতি মান্দানাকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন নাহিদা। তার শর্ট বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ধর পড়েন স্মৃতি। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৩০ রান। স্মৃতির উইকেটের উদযাপনের রেশ না কাটতেই জোড়া উইকেট নিয়ে উল্লাসে ভাসান রিতু মনি। ষোলোতম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ফেরান শেফালি ভার্মা ও মিতালি রাজকে। ৪২ বলে ৪২ রান করা শেফালি ফেরেন স্ট্যাম্পিং হয়ে। ক্রিজের এসেই প্রথম বলে কাভারে ক্যাচ তুলে দেন মিতালি, ফেরেন ০ রানে। জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলে ভারত দলীয় শতরান পূর্ণ করে ২৪.৪ ওভারে। যষ্টিকা ভাটিকা ও হারমনপ্রীত কাউরের প্রতিরোধে ধাক্কা সামলে উঠে শতরান করে দলটি। অবশ্য আর ৮ রান যোগ না হতেই হারমনপ্রীতের উইকেট হারায় ভারত। ৩৩ বলে ১৪ রান করে রান আউট হন তিনি।

ভারতের উড়ন্ত সূচনা

২০২২ সালের আইসিসি মহিলা বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে ভারতীয় নারী ক্রিকেট দল। মঙ্গলবার (২২ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ম্যাচটি। ১২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান। ২৪ রান নিয়ে ব্যাটিং করছেন স্মৃতি ও ৩৫ রান নিয়ে ব্যাটিং করছেন শেফালী।

বাংলাদেশ একাদশ: শারমিন আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, ফাতিমা খাতুন ও জাহনারা আলম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com