রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আজ বুধবার ২৭ জুলাই ভারতের ভুবনেশ্বরে কালিংগা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ গোল করে এগিয়ে যায় ম্যাচের ২৯ মিনিটে। ভারতের ভুবনেশ্বরে চলমান ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ইমরান খানের লংবল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বা পায়ের প্লেসিংয়ে গোল করে ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা।
সেই ভারতের বিরুদ্ধে যদি কোন জয় আসে, তাহলে সেটা যে দেশবাসীকে নিঃসন্দেহে অনাবিল চিত্তসুখ দেবে, তাতে কোন সন্দেহ নেই। আর লাল-সবুজ বাহিনীর যুবারা সেই চিত্তসুখই দেশবাসীকে উপহার দিল বুধবার।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করেছিলেন পল স্মলির শিষ্যরা। ম্যাচের সবগুলো গোল হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ নোভা। ম্যাচের ঠিক ২৯তম মিনিটে ইমরান খানের লং বল ধরে বা পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। এর আগেও দুটি ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। ম্যাচের মাত্র ৯ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। সতীর্থের বাড়ানো লম্বা পাস ধরে এগোতে থাকেন নোভা। তাকে রুখতে এগিয়ে আসেন ভারতের গোলরক্ষক। তার মাথার উপর দিয়ে চিপ করেন নোভা। তবে সাইড বারে লেগে বল ফিরে আসে।
প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। বক্সের ভেতর ব্রিজেস গিরি ফাউল করে বসেন নাহিয়ানকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি নোভা। তার জোড়ালো শটে ফের এগিয়ে যায় বাংলাদেশ। গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুকরণে উদযাপন করেন তিনি।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ভারত সমতায় ফিরেছিল ম্যাচের ৩৫তম মিনিটে। ভিবিন মহাননের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন গুরকিরাত সিং। তবে ৪৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পেলে নোভা গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বাংলাদেশকে।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু স্কোরবোর্ডের সংখ্যা আর বদলায়নি। ম্যাচটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। দুইবার ম্যাচে হয়েছে হাতাহাতি। দুইবার ভারতের খেলোয়াড়রা বাংলাদেশের একাধিক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছেন।
গত আট বছরে জাতীয় মহিলা বয়সভিত্তিক বিভিন্ন দল মোট আটটি শিরোপা জিতেছে। কোচ গোলাম রব্বানী ছোটনের পাশাপাশি এই অর্জনে অবদান আছে স্মলিরও। ছোটনের পাশাপাশি তিনিও নারী দলের অঘোষিত কোচ। বিষয়টি নিয়ে ওয়াকিবহাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পলের কোচিং প্রজ্ঞার পরিচয় পেয়ে বাফুফে তাই এবার সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যুব দলের হেড কোচের দায়িত্ব অর্পণ করে পলের কাঁধে। দায়িত্ব নিয়েই অভিষেকেই লঙ্কানবাহিনীকে হারিয়ে শুভসূচনা করেন পল। তারই ধারাবাহিকতা বজায় রাখেন পরের ম্যাচে। তবে গুরুত্বের বিচারে বুধবার টুর্নামেন্টের ফেভারিট ভারতের বিরুদ্ধে জয়টাই যে তাকে বেশি তৃপ্ত দেবে, এটা বলাই যায়।
বাংলাদেশ দুটি পরিবর্তন করলেও আক্রমণ বাড়াতে ভারত চারজন খেলোয়াড় পরিবর্তন করে। তবে স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো বাংলাদেশ।
আগামী শুক্রবার তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে লাল-সবুজ দল। বুধবারের জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল তারা। ৫ দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গেল লিগভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
বাংলাদেশ একাদশ ॥ মো.আসিফ, তানভীর হোসেন, শাহীন মিয়া, আজিজুল হক, ইমরান খান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম, নাহিয়ান ও আক্কাস আলী।