শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: শিরোপা প্রত্যাশী ভারতকে কাঁপিয়ে দিয়ে তৃতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড।
বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংলিশদের নিখুঁত বোলিংয়ের সামনে ১৬৮ রানে থামে ভারতের স্কোর। জবাবে অ্যাডিলেডের ব্যাটিং বান্ধব উইকেটে কোন উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নিয়েছে জশ বাটলারের দল।
আগামী রবিবার পাকিস্তানের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড।
সেমিফাইনালে বাবরদের যাওয়া নিশ্চিত হতেই ভারত-পাকিস্তান ফাইনাল ছিল আলোচনায়। সেই আলোচনা ভালো লাগেনি ইংলিশ অধিনায়ক জশ বাটলারের। সংবাদ সম্মেলনেই ঘোষণা দেন ভারত-পাকিস্তানের ফাইনাল তিনি দেখতে চান না। যেই কথা সেই কাজ। বৃহস্পতিবার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ভারতকে কোণঠাসা করেই ম্যাচ জিতে ইংলিশরা।