শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি ॥ ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার আতাদী নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনের লুঙ্গি ও গায়ে জামা রয়েছে। তার মাথা, কোমর এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের দাবি, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো পরিবহনের নিচে চাপা পড়ে মারা গেছে ওই যুবক। ভাঙ্গা হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় রেখেছে। বুধবার ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন বলেন, আতাদী ফ্লাইওভারের ওপর একটি মরদেহ পড়ে আছে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন‌, ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। তার শরীরে আঘাতের ধরন দেখে মনে হচ্ছে সড়ক দুর্ঘটনাতেই এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, মৃতের পরিচয় শনাক্ত করার জন্য তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com