সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

ভাঙ্গা উপজেলা অফিস-থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে আন্দোলনকারীরা উপজেলা অফিস, থানা ও সরকারি যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

সোমবার দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা উপজেলা পরিষদে এবং থানায় হামলার ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ভেঙে চুরমার করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। হঠাৎ হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও জানান, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জানা গেছে, আন্দোলনকারীরা উপজেলা অফিসার্স ক্লাবেও অগ্নিসংযোগ করেছে। দফায়-দফায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে জনতা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা চালায়। জনতার ধাওয়ায় মডেল মসজিদে নিরাপদে অবস্থান নিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

এ ঘটনায় ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিক্ষোভের মূল কারণ হলো জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস। গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে স্থানীয়রা গেজেট প্রকাশের পর থেকে পাঁচদিন ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার যান চলাচল ব্যাহত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com