সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

ভাঙ্গায় পৌর কাউন্সিলর জাহিদের উপর হামলা

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম ওরফে জাহিদ (২৮) এর উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভাঙ্গা বাজারের শাড়ি পট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত রফিকুল ইসলাম বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কাউন্সিলর রফিকুল ইসলাম জাহিদ বলেন, ভাঙ্গা বাজারের শাড়িপট্টিতে তার একটি নির্মানাধীন ভবনের কাজ দেখতে গেলে ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সীর লোকজন তার উপর হামলা চালায়। রডদিয়ে আমার মাথায় আঘাত করে। আমার মাথার বিভিন্ন স্থানে সেলাই লেগেছে।

অভিযোগের ব্যাপারে ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী বলেন, কাউন্সিলর জাহিদ কিছু লোকজন নিয়ে ভাঙ্গা বাজারে এসে তার ঘরের সামনে দাঁড়িয়ে আমাকে গালিগালাজ করে। এ সময় আমার সমর্থকেরা এর প্রতিবাদ করে। ঠেলা ধাক্কায় ড্রেনের উপর পড়ে তার মাথা কেটে যায়। এই ঘটনায় ভাংগা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আসমাউল হুসনা বলেন, কাউন্সিলরের মাথায় তিন জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছে। বেশ কয়েকটি সেলাই লেগেছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সেলিম রেজা জানান, দুইপক্ষের ঝামেলায় পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম জাহিদ এর উপর হামলা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ভাঙ্গা পৌরসভা নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন রফিকুল ইসলাম। এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সীর ছোট ভাই রেজাউল মুন্সী। নির্বাচনে রেজাউল মুন্সী পরাজিত হন। ওই নির্বাচনের পর থেকেই এ দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com