রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

ভাগ্য : যা আছে তা আসবে, যা নাই তা ভাগবে!

রাজু আহমেদ, কলাম লেখক, একশের কন্ঠ : কী নিয়ে দুশ্চিন্তা করেন? আপনার সব কেড়ে নেয়া যাবে? বড় ক্ষতি হয়ে যাবে? আপনার ভাগ্যে যা আছে তার একচুলও ব্যতিক্রম ঘটানো যাবে না। আপনার কাজ, আপনার রিজিক, আপনার আয়ু-কেউ নিয়ন্ত্রণ করে না। তিনি যা লিখেছেন তাই ঘটছে! আপনার জন্ম তো পাশের দেশেও হতে পারত! আপনি এখন যে অবস্থায় আছেন তার চেয়ে নাজেহালেও থাকতে পারতেন!

শুধু আপনার চেস্টায় ভাগ্য বদলাতে পারে! কিছু কিছু ব্যাপারে তিনি খসড়া করেন! আপনার চেষ্টায় সেটা চূড়ান্ত কিংবা পরিবর্তন হয়! দুনিয়ায় তাবৎ শক্তি আপনার পিছনে লাগলেও আপনার বরাতে যা আছে তার ভিন্ন কিছু ঘটবে না! আপনার কপালে খোদিত মানসম্মানের চেয়ে কম/বেশি কেউ করতে পারবে না! আপনার রিজিকে যা আছে তা জোর করে হলেও দিবেন! যা নাই তা কেউ জুড়ে দিতে পারবে না!

কাকে ভয় পান? কোন অন্যায়ের কাছে নত হন? কোন ক্ষমতার কাছে পদানত হতে যান? তিনি মরুর দেশের মানুষকেও আঁজলা ভরে দিয়েছেন। তিনি গরীবের ছেলেকেও শাসক বানিয়েছেন। তিনি প্রাচুর্যের রাজপুতকেও পথে নামিয়েছেন। কাজেই ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা করে লাভ নাই। বিধির লিখনের সবটুকু সময় বুঝিয়ে দেবে। যেটুকু প্রাপ্য তা হস্তগত হবেই। যা নসীবে নাই তা নাকের পাশ দিয়ে গড়িয়ে গেলেও ধরা দেবে না!

আমরা কেবল চেষ্টা করতে পারি, চাইতে পারি, বলতে পারি মনের দুঃখ। তিনি ন্যায়ের ধারক হয়েই দেন। সৃষ্টির মধ্যে বিভিন্নভাবে ব্যালেন্স করেন। এই এক দুনিয়ায় তিনি সব হিসেব মিটিয়ে দেন না! পুরস্কার এবং শাস্তি, সম্মান এবং অপমানের বৃহৎ আঙিনা রেখেছেন। সেখানে তিনি জীবনান্তে ডেকেছেন! দুনিয়ার সব কাজ নিয়ে সে আদালতে দাঁড়াতে হবে!

নিজের চেষ্টায়, বাবা-মায়ের দোয়ায়, সৎকর্মে ভাগ্য বদলাতে পারে। খুলতে পারে সম্ভাবনা। মন্দকাজে বন্ধ হতে পারে সুযোগ। মানুষকে যে বিবেক দেয়া হয়ে তা তাকে কাজে লাগাতেই হবে। তিনি পরীক্ষা করেন। অনুত্তীর্ণের বারবার সুযোগ দেন। কাজেই জালেমের পক্ষ ছেড়ে মাজলুমের পক্ষে, অন্যায় শক্তি ছেড় সত্যের পথে থাকাটা জরুরি। স্বার্থের জন্য কপাল পোড়ানোয় আক্কলওয়ালাদের জন্য নিদর্শন নাই। বেআক্কেল হলে বরাতে রাত্রি নেমে আসবে! অভাবের চাদরে জীবন জড়িয়ে রবে। দুঃখের ভোর নাহি ধরা দেবে!

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com