বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ।।
ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন রাকিব পত্তনদার।
অনলাইনে আবেদনের পর সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রিন্টকৃত কপি জমা দেন রাকিব পত্তনদার। এসময় তার প্রস্তাবকারী ও সমর্থনকারী উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত নির্বাচনেও তিনি নবাবগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিল৷ বিপুল ভোট পেয়ে দ্বিতীয় স্থান করেন।
এছাড়া তিনি বিগত সময়ে ঢাকা জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। রাকিব পত্তনদার ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত৷ ছাত্রলীগ করার পর যুবলীগ ও বর্তমান আওয়ামী লীগ নবাবগঞ্জ উপজেলাধীন বাহ্রা ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন৷ একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে সবার মাঝে ব্যাপক পরিচিত রয়েছে।
জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদী রাকিব পত্তনদারের৷ নির্বাচিত হয়ে জনকল্যাণে কাজ করার কথা জানান তিনি৷