বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন

ব্লু ড্রিমের আউটলেট উদ্বোধন করলেন চিত্রনায়ক ফেরদৌস

স্টাফ রিপোর্টার:: আধুনিক পোশাকের ব্র্যান্ড ‘ব্লু ড্রিম’। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি আধুনিক ও নজরকাড়া ডিজাইনের পোশাক তৈরি করে জায়গা করে নিয়েছে ফ্যাশন সচেতনদের মধ্যে।

বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৫টায় মিরপুর ১০ নম্বর সংলগ্ন এলাকায় ব্লু ড্রিমের নতুন নিজস্ব আউটলেট উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ, ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) বিভাগের ডিআইজি শেখ নাজমুল আলম, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত হোসেন, বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি মিজানুর রহমান, এসি আই কোম্পানির নির্বাহী পরিচালক মো. মহসিন মিয়া, লিবার্টি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ঈসা মিয়া, কর্নেল রাশেদুল ইসলাম খান, আমিন আহমেদ মুজিব, কণ্ঠ শিল্পী সোহাগ, ইউটিউবার আফ্রিদিসহ আরও অনেকে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ বলেন, ব্লু ড্রিম গ্রুপ ছয়টি কোম্পানি নিয়ে গঠিত। পোশাক, লেদার, ফেব্রিক, ইন্টেরিয়র ডিজাইন, ডেভলপারসহ বেশকিছু ব্যবসা রয়েছে। আমরা সারাদেশে ৭৫০টি আউটলেট নিয়ে ব্লু ড্রিম পরিচালনা করছি। সামনে আরও বেশকিছু নিজস্ব আউটলেট চালু করতে যাচ্ছি। এ সময় ক্রেতা সমাগমের উপচে পড়া ভিড় দেখা যায়। ক্রেতারা এ আউটলেট থেকে সব ধরনের পণ্য খুচরা ক্রয় করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com