বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

ব্র্যাকের স্বাস্থ্য প্রকল্প: নবাবগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম কর্মশালার উদ্বোধন করেন

নিজস্ব প্রতিবেদক:: জলবায়ু পরিবর্তনের ফলে জনজীবনে স্বাস্থ্যের কি প্রভাব পড়ে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে ঢাকার নবাবগঞ্জে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য” বিষয়ক ইউনিয়ন রেসপন্ডিং (প্রতিক্রিয়া) কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের স্বাস্থ্য প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য জনসচেতনতা সম্পর্কে অবহিত করতে এ সভা করা হয়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিক ও স্বাস্থ্যে কি ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে সে বিষয়ে বিষদ আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, উপজেলার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় নাগরিক ও জনপ্রতিনিধির করণীয় বিষয়ে জানা দরকার। যাতে দুর্যোগ মোকাবেলায় ইউনিয়ন পর্যবেক্ষণ কমিটি সহায়ক ভূমিকা রাখতে পারে।

সভায় অংশগ্রহনকারী অতিথিবৃন্তগন 

তারা বলেন, অংশীজনকে স্বেচ্ছায় অংশগ্রহণে উজ্জীবিত রাখার জন্য প্রশিক্ষিত করে গড়ে তোলা দরকার। তাছাড়া জলবায়ু পরিবর্তনে সৃষ্ট রোগ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সহায়ক ভূমিকা রাখা নিয়ে আলোচনা করা হয়। প্রত্যন্ত গ্রাম এলাকার সাধারণ মানুষ যাতে উপকৃত হতে পারে সে বিষয়ে ইউনিয়ন রেসপন্ডিং কমিটি কাজ করবে। তাঁরা সংশ্লিষ্ট দপ্তরকে তথ্য প্রদান করবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম কর্মশালার উদ্বোধন করেন। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ব্র্যাকের স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা আব্দুল্লাহ আল ফাহিম প্রমুখ। কর্মশালায় উপজেলার ১৪টি ইউনিয়নের জনপ্রতিনিধি, বিশিষ্টজন ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com