বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি::
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জামালপুরের ইসলামপুরে যমুনার পানি বেড়ে বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘন্টায় পানি ৫০ সেন্টিমিটার বেড়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক আব্দুল মান্নান জানিয়েছে। পানি বাড়ার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া সহ উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে।
অন্যদিকে সরজমিনে দেখা গেছে, অতি বৃস্টি ও বন্যার পানি বাড়ার ফলে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেপরাই প্যাচ আগাড়ী ব্রিজের এপ্রোচ দেবে গিয়েছে। এতেকরে এলাকাবাসী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় রয়েছে। পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেলে উপজেলার পাঁচটি ইউনিয়নের যাতায়াতকারী রিক্সা, ভ্যান, ইজিবাইক, পিকআপ, ভটভটি ও নছিমন চালকরা যানচালাতে না পেরে বেকার হয়ে পড়বে বলে অনেকেই ধারনা করছে।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের সদস্য আঃ মোতালেব জানান, টানা বৃস্টি ও পাহাড়ী ঢলে যমুনার পানি বৃদ্ধি হয়ে আমার এলাকা সহ চিনাডুলী ইউনিয়নের দেওয়ানপাড়া, পশ্চিম পাড়া, চর নন্দনের পাড়া, বীর নন্দনের পাড়া, শিংভাঙ্গা গ্রামের প্রায় ৮-১০হাজার মানুষ ইতিমধ্যে পানিবন্ধি হয়ে পড়েছে। এসব এলাকায় সগক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্ধি মানুষদের খোজ খবর রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।