শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ কেজি ওজনের মিষ্টি আলু

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমিতে পাঁচ কেজি ওজনের একটি মিষ্টি আলু পাওয়া গেছে। সোমবার (২১ মার্চ) উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের কৃষক হোসেন মিয়া তার জমিতে আলুটি পান। পরে সন্ধ্যায় বিশালাকৃতির এ মিষ্টি আলু সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় প্রদর্শনীর জন্য আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক হোসেন মিয়া তার ১৫ শতাংশ জমিতে কৃষি অফিসের পরামর্শে সিন্ধি প্রজাতির লাল মিষ্টি আলুর লতা রোপণ করেন। আলুর লতা রোপণের ৬-৭ মাসের ব্যবধানে জমিতে ফলন হয়। সোমবার সকালে জমি থেকে আলু তোলা শুরু করেন হোসেন। এক পর্যায়ে বিশাল আকৃতির একটি আলু পান। আলুটির ওজন পাঁচ কেজি ১০০ গ্রাম।

হোসেন মিয়া জানান, এত বড় আলু পাওয়ার খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে বাড়িতে এসে ভিড় করছেন আলুটি দেখার জন্য।

আখাউড়া উপজেলার কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান, জমির মাটির গুণাগুণ ভালো থাকলে একটি মিষ্টি আলুর ওজন আধা কেজি বা সর্বোচ্চ এক-দেড় কেজি হয়ে থাকে। তবে হোসেন মিয়ার জমিতে ব্যতিক্রম ঘটনা ঘটেছে। ভালো ফলনের জন্য কৃষি অফিস থেকে কৃষকদের সবধরনের সহযোগিতা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com